সত্যিকারের ভালবাসা

সত্যিকারের ভালবাসা…


একজন মানুষ যখন কাউকে সত্যিকারের
ভালবাসে তখন সে সত্যি অন্ধ
হয়ে যায়। এই সময় একজন মানুষর সাধারণ
চিন্তা লোপ পেতে থাকে।
ভালবাসার মানুষের প্রতি অকূল
প্রতিক্ষা/আকাঙ্খা/শ্রদ্ধ/ভালবাসার
কারণে সে কখনো দোষ দেখতে চায়
না। সে প্রতিনিয়তই
তাকে নিয়ে ভবে। এই
ভাবনা চিন্তা গুলো এতই ভয়াবহ যে-
এই সময় তার ভালবাসার মানুষ কোন
প্রকার ক্ষতি সাধনের চেষ্টা করে তখন
তাকে খুন করতেও
সে দ্বিধা করবে না। ভালবাসার
মানুষের যদি কোন প্রকার
ত্রুটি থাকে তবে সে নিজে নিজের
মনের বিরুদ্ধে এক ধরণের যুদ্ধে উপনীত
হয়। এই যুদ্ধ ভালবাসার-আবেগ-অনুভূতি-
প্রতিক্ষার সাথে যুক্তি-
সামাজিকতা-সমস্যা এবং ত্রুটির
কারণের হারনো বিষয় বা তার মূল্যের
। ভালবাসার অকর্ষন যদি প্রবল হয়
তবে এই যুদ্ধে ভালবাসাই জয়ী হয়। আর
যদি ভালবাসার আকর্ষণ যদি ক্ষীণ হয়
তবে তার বিপরীত পক্ষ জয়ী হয়। এই
যুদ্ধে যদি ভালবাসা হেরে যায়
তবে একটি বিষয় মনে রাখা আবশ্যক
যে- সেখানে কোন
ভালবাসা কখনোই ছিল না। ছিল শুধু
ভালবাসার প্রতি একটা মোহ।
যেটি ত্রুটি জানার
পরে পালিয়ে গেছে। আর
যদি ভালবাসা জয়ী হয় তখন
মনে রাখতে হবে সেখানে ভালবাসায়
পরিপূর্ণ ছিল।
ভালবাসা যুক্তি বোঝে না,
বোঝে না সামাজিকতা,
বোঝে না সমস্যা।

Comments

Post a Comment